IQNA

ভিডিও| কুরআনের পরিষ্কার নীতিসমূহের উপর ভিত্তি করে ইমাম হুসাইন (আ.) বিপ্লব করেন

0:12 - August 25, 2020
সংবাদ: 2611376
তেহরান (ইকনা): রাশিয়ায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি এবং ইসলামিক সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাবের আকবারী জাদ্দী বলেন: ইমাম হুসাইন (আ.) অসংখ্যবার কারবালার বিপ্লবের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং কুরআনের আয়াতসমূহ হতে দলিল উত্থাপন করেছেন এবং এ থেকে বোঝা যায় যে তাঁর আন্দোলন কুরানের মূল শিক্ষার উপর ভিত্তি করে সংগঠিত হয়েছে।

৬১ হিজরিতে কারবালার মরুপ্রান্তে হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) এবং তার সাথীদেরকে এজিদি বাহিনী নির্মমভাবে হত্যা করে। এজিদ ইবনে মাবিয়া চেয়েছিল পবিত্র কুরআনকে বিকৃত করতে এবং নবীর সুন্নতে পরিবর্তন ঘটাতে। কিন্তু ইমাম হুসাইন (আ.)এর কারবালা বিপ্লবের কারণে এজিদ তার এই জঘন্য কাজে সফল হয়নি। iqna

 

captcha